চলুন ঘুরে আসা যাক বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞদের
মাধ্যমে তৈরি আমাদের তথ্যের ভাণ্ডারে
চলুন ঘুরে আসা যাক বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞদের মাধ্যমে তৈরি আমাদের তথ্যের ভাণ্ডারে
আমাদের শিক্ষাক্রমের মূল লক্ষ্য হলো মানুষকে তাদের ডিজিটাল আচরণ সম্পর্কে সূক্ষ্মভাবে চিন্তা করতে সক্ষম করে তোলা। উই থিংক ডিজিটাল প্রোগ্রামকে এমনভাবে সাজানো হয়েছে যাতে এটাকে একটা পরিপূর্ণ শিক্ষাক্রম অথবা স্বতন্ত্র পাঠ হিসেবে উচ্চ প্রযুক্তি সুবিধা বা নিম্ন; যে কোনো পরিবেশেই প্রদান করা যায়। প্রতিটি পাঠ সুনির্দিষ্ট করে লিখিত এবং কীভাবে আপনি এর জন্য প্রস্তুতি নেবেন; সেটা হোক আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক জায়গায়; তার জন্য আপনাকে যথাযথ সহায়তা প্রদান করবে। একইসাথে এগুলো আপনার শিক্ষার্থীদের প্রয়োজন অনুসারে নিজের মতো পরিবর্তনও করে নিতে পারবেন।
ডিজিটাল নাগরিকত্ব ও আপনার সন্তানের সুস্থতার জন্য আলোচনা শুরু করতে আমাদের তথ্য-ভান্ডার ব্যবহার করুন। এই উপকরণগুলো আপনার সন্তানকে শেখাবে, কীভাবে ইন্টারনেটে তথ্য আহরন করতে হয়, আচরণ সেখানে কেমন হওয়া উচিৎ, সুরক্ষা কীভাবে বজায় রাখতে হয় এবং এইসব তথ্য ব্যবহার করে কীভাবে নিজের ও আপেশপাশের জগতকে ইতিবাচকভাবে প্রভাবিত করা যায়।
ডিজিটাল জগতের মূলভিত্তিসমূহ
এই অংশের পাঠ আর কার্যক্রমগুলো শিক্ষার্থীকে কীভাবে সংযুক্ত থাকা যায় এবং ইন্টারনেট ও অন্যান্য প্ল্যাটফর্মগুলো কীভাবে ব্যবহার করা যায় তা বুঝতে সহায়তা করে। একইসাথে শিক্ষার্থীদের নিজের ও অন্যের তথ্য ও উপাত্তের সুরক্ষা এবং ডিজিটাল ডিভাইস ও সম্পদের সুরক্ষা সম্পর্কে জানতে পারে।
ডিজিটাল সুস্থতা
এই অংশের পাঠ আর কার্যক্রমগুলো শিক্ষার্থীকে তাদের নিজস্ব পরিচয়, অন্যদের সাথে সহমর্মিতা, নৈতিকতা ও ইতিবাচকতা বজায় রেখে সংযোগ তৈরি (ব্যক্তিগত বা সামষ্টিক দুইভাবেই) এবং তাদের শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে ডিজিটাল বিশ্বের ঝুঁকিগুলো রোধ করতে সহায়তা করে।
ডিজিটাল সংযুক্ততা
এই অংশের পাঠ আর কার্যক্রমগুলো শিক্ষার্থীকে তাদের সাংস্কৃতিক বোধ ও সামাজিক বৈচিত্র্য, অন্যদের কথা গুরুত্বের সঙ্গে শোনা, সেই সাথে বিভিন্ন ধরনের মিডিয়া কনটেন্ট তৈরি, তার উপযোগিতা যাচাই ও সেটা শেয়ার করতে সাহায্য করে। যেসব দক্ষতা নিয়ে এখানে কাজ করা হয়: বিষয়ের প্রাসঙ্গিকতা, তথ্যের মান এবং মিডিয়া সাক্ষরতা।
ডিজিটাল ক্ষমতায়ন
এই অংশের পাঠ আর কার্যক্রমগুলো শিক্ষার্থীকে তারা যেসব বিষয়ে আগ্রহী সে বিষয়ে জনসাধারণকে নিয়ে কাজ এবং অ্যাডভোকেসির ব্যাপারে সহায়তা করে। যেসব দক্ষতা নিয়ে এখানে কাজ করা হয়: নাগরিক সংযোগ এবং কনটেন্ট তৈরি।
ডিজিটাল সুযোগ ও সম্ভাবনা
এই অংশের পাঠ আর কার্যক্রমগুলো শিক্ষার্থীকে ডিজিটাল বিশ্বের সুবিধাগুলো কাজে লাগানোর দক্ষতা শিখতে সাহায্য করে। যার মাঝে অন্তর্ভুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে আলোচনা বোঝা ও তাতে অংশগ্রহণ করা, কম্পিউটার সংশ্লিষ্ট ধারণা বোঝা ও প্রয়োগ করা, তথ্য বিনির্মাণ, সংগ্রহ, অর্থ নিরুপণ ও বিশ্লেষণ এবং সেই সাথে অনলাইন ও অফলাইনে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা।
ব্যবহারকারী এবং বিষয় অনুসারে সাজানো আমাদের তথ্য ভাণ্ডারে তথ্য খুঁজুন
উই থিংক ডিজিটালে আর কী কী পাওয়া যাবে?
আমাদের লক্ষ্য হলো প্রশিক্ষকদের জন্য পাঠ উপকরণের একটা ভালো সংগ্রহ তৈরি করা। এই প্রয়োজনীয় অবকাঠামোটি প্রশিক্ষকদের ব্রাউজ করা, কোনো কিছু খোঁজা, কনটেন্ট ডাউনলোড করার জন্যে এমনভাবে তৈরি যাতে প্রশিক্ষণের সময় তাদের সর্বোচ্চ সহযোগীতা হয়।
এই পাঠগুলি কাদের জন্য এবং কীভাবে তা তৈরি হলো?
বিষয়বস্তু এবং পাঠ্যক্রম ডিজাইন করার অভিজ্ঞতাসম্পন্ন বেশকিছু বিশেষজ্ঞ পাঠগুলো তৈরি করেছেন। এই তথ্য-ভান্ডার কোনো নির্দিষ্ট বয়সসীমার জন্য সীমাবদ্ধ নয়। মূল পাঠ্যক্রমটি ধাপে ধাপে নির্দেশাবলীসহ সাজানো যাতে শিক্ষক বা ফ্যাসিলিটেটররা সিদ্ধান্ত নিতে পারেন কোন বিষয়গুলি তাদের শিক্ষার্থীদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
পাঠগুলো দেখতে কেমন?
পাঠগুলো সুবিন্যস্ত আকারে লিখিত, কিন্তু তাতে প্রশিক্ষকদের সুযোগ রয়েছে কনটেন্টগুলোকে শিক্ষার্থী এবং শিখন পরিবেশ অনুযায়ী সাজানোর। উচ্চ প্রযুক্তি সুবিধা বা নিম্ন; যে কোনো পরিবেশেই পাঠগুলো প্রদান করার উপযোগী, এমনকি অনেক পাঠ কোনো ইন্টারনেট সংযোগ ছাড়াই প্রদান করা সম্ভব।