নিরাপত্তাই আমাদের প্রধান লক্ষ্য

ক্রমবর্ধমান এই ডিজিটাল বিশ্বে, নিরাপদ থাকা এবং দায়িত্বশীল হওয়ার প্রয়োজন সবচেয়ে বেশি।

নিরাপত্তাই আমাদের প্রধান লক্ষ্য

ক্রমবর্ধমান এই ডিজিটাল বিশ্বে, নিরাপদ থাকা এবং দায়িত্বশীল হওয়ার প্রয়োজন সবচেয়ে বেশি।

আমাদের হাতের মুঠোয় এখন সমগ্র বিশ্ব। সেই সঙ্গে আমাদের সবার দায়িত্ব একজন সচেতন নাগরিক হওয়া এবং প্রতারণার শিকার না হওয়ার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করা।এখানে কিছু রিসোর্স দেওয়া হলো যা আপনাকে অনলাইনে নিরাপদ থাকতে সাহায্য করবে।

অনলাইনে কিছু কেনার সময় প্রতারকদের হাত থেকে নিরাপদে থাকা

অনলাইনে কেনাকাটার জন্য নানা ধরনের পণ্য দেখাটা মজার ব্যাপারই বটে! এক ক্লিকেই সবকিছু হাতের কাছে পাওয়া একটা দারুণ সুবিধাজনক ব্যাপার। তবে সুবিধা যেমন আছে, তেমনি এর নিরাপত্তার ব্যাপারটা বোঝাও গুরুত্বপূর্ণ। এখানে কিছু রিসোর্স আছে, যা আপনাকে এখানের বিভিন্ন ধরনের প্রতারণা আর তা থেকে নিরাপদে থাকার পরামর্শ দিতে পারবে।

সবসময় বিশ্বস্ত অনলাইন বিক্রেতার কাছ থেকে কেনার চেষ্টা করুন

অনলাইন কেনাকাটায় আমরা কখনো কখনো ত্রুটিপূর্ণ, চুরি করা ডিজাইন বা সস্তা কিছু কিনে ফেলতে পারি। সেজন্য সবসময় বিশ্বস্ত অনলাইন স্টোরেই যান।
নিরাপদে থাকার নানা পরামর্শের জন্য এই ভিডিওটা দেখুন।
 

কেনার আগে একটু থামুন

কোনো কোনো সময় দেখা যেতে পারে যে অনলাইনে অর্ডার করা পণ্যটা আমাদের কাছে পৌঁছায়নি, কোনো সময় হয়তো আমাদের আইডেনটিটিই পড়তে পারে হুমকির মুখে। কাজেই, লেনদেনের আগে আরেকবার ভেবে দেখা বেশ গুরুত্বপূর্ণ।
নিরাপদে থাকার নানা পরামর্শের জন্য এই ভিডিওটা দেখুন।
 

ফেসবুকে প্রতারণার ব্যাপারে কীভাবে রিপোর্ট করবেন

সম্ভাব্য কোনো প্রতারণা টের পেলে সেটা অবশ্যই নিজ থেকে রিপোর্ট করুন। ফেসবুকে কীভাবে রিপোর্ট করবেন সেটা এই ভিডিওর নির্দেশনা থেকে দেখে নিন।

ইনস্টাগ্রামে প্রতারণার ব্যাপারে কীভাবে রিপোর্ট করবেন

সম্ভাব্য কোনো প্রতারণা টের পেলে সেটা অবশ্যই নিজ থেকে রিপোর্ট করুন। ইনস্টাগ্রামে কীভাবে রিপোর্ট করবেন সেটা এই ভিডিওর নির্দেশনা থেকে দেখে নিন।
 

অনলাইনে প্রতারকদের কাছ থেকে নিরাপদ থাকার উপায়

করিম এবং তার কুকুর অস্কার তাদের বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনদের সাথে যোগাযোগ রক্ষা করতে ইন্টারনেট ব্যবহার করে।
কিন্তু তারা বিপুল সংখ্যক প্রতারকের পাতা ফাঁদে পড়ার ঝুঁকিতে রয়েছে, যাদের চেষ্টা হলো বিভিন্নভাবে তাদেরকে প্রতারিত করার।

চিনে নিন এসব প্রতারকদের আর জেনে নিন অনলাইনে নিরাপদ থাকার কলাকৌশল।

১ মিনিটের ভিডিওটি দেখুন  

রোমান্টিক প্রতারক

তাদের দাবি হলো তারা প্রেম বা বন্ধুত্বের কাঙাল, আসলে তাদের মূল চাওয়া হলো টাকা।
কিভাবে অনলাইনে নিরাপদ থাকা যায়, তা জানতে ক্লিপটি দেখুন।

লটারি বিষয়ক প্রতারক

তারা এমনভাবে বিষয়টা সাজায় যেন আপনি লটারিটা জিতেই গিয়েছেন। খালি ফি হিসেবে তাদেরকে কিছু টাকা দিলেই লটারি জেতা টাকাটা পেয়ে যাবেন।
দুঃখের বিষয় হল, পুরস্কারটির সত্যিকারের কোনো অস্তিত্ব নেই।
কিভাবে অনলাইনে নিরাপদ থাকা যায়, তা জানতে ক্লিপটি দেখুন।
 

লোন বিষয়ক প্রতারক

তারা আপনাকে খুব কম সুদে লোনের প্রস্তাব দেবে, আসলে তারা আপনার কাছ থেকে খামাখা একটা ফি আদায় করে নেবে।
কিভাবে অনলাইনে নিরাপদ থাকা যায়, তা জানতে ক্লিপটি দেখুন।

চাকরি বিষয়ক প্রতারক

ভুয়া চাকরির বিজ্ঞাপন দিয়ে আপনার কাছ থেকে এরা ব্যক্তিগত তথ্য আদায় করে নেবে।
কিভাবে অনলাইনে নিরাপদ থাকা যায়, তা জানতে ক্লিপটি দেখুন।

ই-কমার্স ভিত্তিক প্রতারক

খুব সস্তায় আপনাকে পণ্য কেনার অফার করবে, যদিও দেখা যাবে পণ্যটা তাদের হাতেই নেই।
কিভাবে অনলাইনে নিরাপদ থাকা যায়, তা জানতে ক্লিপটি দেখুন।

অনলাইনে নিরাপদ থাকার কলাকৌশল:

বিভিন্ন ধরনের অনলাইন প্রতারকদের ফাঁদ থেকে নিরাপদ থাকার বাছাই করা কিছু পরামর্শ এখানে দেয়া হল।

করিম এবং অস্কারের সাথে আপনিও শিখুন কীভাবে অনলাইন প্রতারকদের হাত থেকে নিরাপদ থাকা যায়।

To help personalize content, tailor and measure ads, and provide a safer experience, we use cookies. By clicking or navigating the site, you agree to allow our collection of information on and off Facebook through cookies. Learn more, including about available controls: Cookies Policy