বাংলাদেশ
এটুআই
সরকারি সেবাদান প্রক্রিয়ার উন্নয়নে বাংলাদেশ সরকারের সঙ্গে অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্প সরাসরি কাজ করছে। নাগরিক-বান্ধব অভিনব সংস্কৃতি সৃষ্টির পাশাপাশি সেবাদান প্রক্রিয়াকে আরও অন্তর্ভুক্তিমূলক, সাশ্রয়ী, নির্ভরযোগ্য ও সহজলভ্য করে তোলা হয়েছে।
সরকারি কর্মকাণ্ডে সুশাসন, স্বচ্ছতা ও দায়বদ্ধতা প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত সুখী-সমৃদ্ধ দেশ গড়তে ‘রূপকল্প ২০২১’ অর্জনের লক্ষ্যে এটুআই সরকারকে সাহায্য করছে। এসব কর্মকাণ্ডের সুফল জনগণ পেতে শুরু করেছে। অল্প খরচে মিলছে উন্নত ও সন্তোষজনক সেবা। সাধারণ তথ্য অনলাইনেই পেয়ে যাওয়ায় সরকারি দপ্তরে যাওয়ার ঝক্কিও কমেছে।
বাংলাদেশ
লাইটক্যাসল পার্টনার্স
লাইটক্যাসল পার্টনারস স্বপ্ন দেখে এমন একটি জ্ঞাননির্ভর অর্থনীতির, যেটা ব্যবসায়িক উৎসাহ প্রদান ও জীবনমানের পরিবর্তন ত্বরান্নিত করে।
উদ্যোক্তা হিসেবে আমাদের যাত্রা শুরু ২০১৩ সালে, সাধারণ একটি লক্ষ্য নিয়ে: ব্যবসানির্ভর অর্থনীতির মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন ঘটানো। এখন পর্যন্ত এদেশে দেড়শোর
বেশি উন্নয়ন সংস্থা ও বেসরকারি প্রতিষ্ঠানের আড়াইশোর বেশি প্রজেক্টে পরামর্শ প্রদান, পাঁচশোর বেশি এসএমই ও স্টার্টআপের সাথে কোলাবরেশন, ১৫০ মিলিয়িনের বেশি ডলারের বিনিয়োগে তত্ত্বাবধায়ন, ৪০টির বেশী অ্যাক্সেলেটর/ইনকিউবেটর প্রোগ্রামে আমরা সহায়তা প্রদান করেছি। এছাড়াও লাইটক্যাসল বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট ও ইন্ডাস্ট্রি ডেটাসেট নিয়ে কাজ করছে।
আমরা বিশ্বাস করি এদেশে সম্ভাবনা অফুরান; লক্ষ্য নির্ধারণ করে ও আপনিই সেটা এগিয়ে নেবেন এবং তা অর্জন করবেন। সাথে কাঁধ মিলিয়ে চলার জন্য আমরা আছি পাশে।
বাংলাদেশ
ইউএনডিপি বাংলাদেশ
ইউনাইটেড ন্যাশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি) বাংলাদেশ সমাজের প্রতিটি স্তরকে সঙ্গে নিয়ে কাজ করে। টেকসই, উদ্ভাবনী ও গোষ্ঠীভিত্তিক উন্নয়ন প্রকল্পের মাধ্যমে তারা জাতিগঠনে এক ধরনের ভূমিকা রাখছে। ১৯৭২ থেকে ইউএনডিপি ও সহযোগী সংস্থাগুলো বাংলাদেশে সুশাসন, দারিদ্র্য, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনার মতো বিভিন্ন বিষয়ে সহায়তা করার চেষ্টা করছে। সামগ্রিক এই প্রচেষ্টা ও উদ্যোগে সমাজের বিভিন্ন পর্যায়ে উল্লেখযোগ্য অগ্রগতির পথ খুলেছে।