অংশগ্রহণমূলক শিক্ষা সক্রিয় শিখনকে উৎসাহিত করে। আমরা জানি যে, শিক্ষাকে যদি অংশগ্রহণমূলক করে তোলা যায় তাহলে এটি যেমন শিখনকে গতিশীল করে, তেমন শিক্ষাটি নিজের মধ্যে ধরে রাখা যায়। সকল বয়স এবং শ্রেণির মানুষের কথা বিবেচনা করে 'উই থিংক ডিজিটাল' প্রোগ্রামটি তৈরি করা হয়েছে যেন শিখনটিকে সক্রিয় এবং অংশগ্রহণমূলক করে তোলা যায়।
আমার ক্লাসের বিষয়বস্তু হিসেবে অংশগ্রহণমূলক কনটেন্টগুলো কীভাবে ব্যবহার করতে পারি?
কুইজ এবং ভিডিওরগুলো গ্রুপ লেসনসের অংশ হিসেবে ব্যবহার করা যেতে পারে যার মাধ্যমে শিখনের মূল বিষয়টি চিহ্নিত করে শেখাটি আরও শক্তিশালী করা যায়। এগুলোকে শিক্ষার্থীদের মাঝে দিয়ে দিলে তারা নিজেদের সময় অনুসারে শিখতে পারবে।